ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েল বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ মন্তব্য করেছেন তিনি।
ভাষণে নেতানিয়াহু বলেন, আমরা অনেক গুরুতর ও বেদনাদায়ক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছি। ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনী উভয়ই চলমান মিসাইল হামলা এবং সহিংসতার মধ্য দিয়ে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এর আগে, ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ ঘটনার পরপরই তেল আবিবজুড়ে বিমান হামলার সাইরেন বাজতে শুরু করে।
প্রায় একই সময়ে, ইরানের আইআরজিসি-সংযুক্ত ফারস নিউজ এজেন্সিসহ একাধিক ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, ইসরায়েলের লক্ষ্য করে ইসলামিক প্রজাতন্ত্র ইরান ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে এই হামলাকে পরিস্থিতির বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন