মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) বৃহস্পতিবার থেকে চিহ্নিত অভিবাসী, কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের নিজের ইচ্ছায় দেশত্যাগ করার জন্য প্রভাবিত করা শুরু করেছে। এ পর্যন্ত প্রায় ৫৩২,০০০ জনকে এই মানবিক পারোল (Humanitarian Parole) প্রোগ্রামে অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্রে থাকার ও কাজের অনুমতি দেয়া হয়েছিল ।
কি জানালো DHS?
DHS কর্তৃপক্ষ জানিয়েছে, “যারা মানবিক পারোল প্রোগ্রাম থেকে অনুপযুক্তভাবে সুযোগ নিয়েছে, তাদের অবস্থা ‘তাত্ক্ষণিকভাবে বাতিল’ করা হচ্ছে।” এছাড়া তারা অভিবাসীদের “CBP Home নামে মোবাইল অ্যাপের মাধ্যমে স্বেচ্ছায় প্রস্থান করার আহ্বান জানিয়ে ১,০০০ ডলার টিকিটিং সহযোগীতা” দেওয়া হবে।
উচ্চ আদালতের ভূমিকা
এই পদক্ষেপের পথ সুগম করেছে গত মাসে যুক্তরাষ্ট্রীয় শীর্ষ আদালতের রায়, যা ট্রাম্প প্রশাসনকে এই পারোল প্রোগ্রাম বাতিলের অনুমতি দিয়েছে ।
প্রশাসনের যুক্তি vs. মানবাধিকারী প্রতিক্রিয়া
DHS সহকারী সচিব Tricia McLaughlin উল্লেখ করেছেন, পারোল গ্রহণকারীদের নিরাপত্তা যাচাই পাননি, এবং এরা যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানে বৈধ কর্মীদের প্রতিস্থাপন করছে । আরেকদিকে Global Refuge-এর প্রেসিডেন্ট Krish O’Mara Vignarajah বলছেন, এরা “নিরাপত্তা পরীক্ষা ও বৈধ নিয়ম মেনে এসেছে” এবং বৈধভাবে কাজ শুরু করেছে। তাঁর মতে, “দায়িত্বপূর্ণ পরিযানকে পুরস্কৃত না করে তাদের শাস্তি ব্যবহার করা হচ্ছে”।
কিউবান অভিবাসীর গল্প
এক ৩৪ বছর বয়সী কিউবান মা, জামোরা — যিনি সেপ্টেম্বর ২০২৩-এ যুক্তরাষ্ট্রে এসেছিলেন — বলেন, তিনি একজন স্থায়ী অভিবাসী হিসেবে কিউবান অ্যাডজাস্টমেন্ট আইন (Cuban Adjustment Act) অনুসারে নিয়মিত প্রক্রিয়া করছেন এবং “ডিটেন হলে” আশঙ্কা করছেন ।
শ্রম বাজারে প্রভাব?
ট্রাম্প তাঁর Truth Social-এ কৃষি ও আতিথ্য খাতে কর্মীদের অভাব উল্লেখ করে বলেছেন, “বাড়তি অপরাধীরা” বৈধ কর্মীদের কাজে আসছে, যা মার্কিন শ্রমবাজারের জন্য ক্ষতিকর ।
মন্তব্য করুন