মিশিগান রাজ্য হাউস একটি বিল পাস করেছে যার মাধ্যমে সরকারি কর্মচারীদের সরকারি ডিভাইসে টিকটকসহ চীন, রাশিয়া ও অন্যান্য “উদ্বেগজনক দেশের” তৈরি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) ৭৯-৩১ ভোটে বিলটি পাস হয়। যদিও বিলে নির্দিষ্ট কোনো অ্যাপের নাম উল্লেখ করা হয়নি, আইনপ্রণেতারা জানিয়েছেন, এটি মূলত টিকটককে লক্ষ্য করেই আনা হয়েছে। টিকটক চীনভিত্তিক প্রতিষ্ঠান বাইটডান্সের মালিকানাধীন, এবং অ্যাপটির ডেটা সংগ্রহ ও চীনা সরকারের সঙ্গে সংযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল।
বিলটির সমর্থনে রিপাবলিকান আইনপ্রণেতারা জাতীয় নিরাপত্তার কথা তুলে ধরেন, তবে বিরোধীরা একে “বিদেশবিদ্বেষমূলক ও সংবিধানবিরোধী” বলে সমালোচনা করেছেন।
বিলটি এখন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সিনেটে পাঠানো হয়েছে এবং আইনে পরিণত হতে গভর্নর গ্রেচেন হুইটমারের অনুমোদন প্রয়োজন, যিনি নিজেই টিকটকে সক্রিয় এবং অ্যাপটিকে “তথ্য প্রচারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম” বলে অভিহিত করেছেন।
মন্তব্য করুন