মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য একটি তথ্য অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অভিবাসন ও সীমান্ত সুরক্ষা সংক্রান্ত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Michigan Bangladeshi Community Help (MBCH) এই আয়োজন করেছে।
এই তথ্য অধিবেশনটি ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে Al Shahi Palace Restaurant, 4235, 12 Mile Rd, Warren, MI 48092-এ হবে। এতে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকবেন এবং কমিউনিটির সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। অনুষ্ঠানে Delwar Ansar হোস্ট হিসেবে থাকবেন। যারা অংশ নিতে চান, তারা mbch.michigan@gmail.com-এ নাম ও ফোন নম্বর ইমেইল করে নিশ্চিত করতে বলা হয়েছে।
মন্তব্য করুন