মিশিগানের এথনিক মাইনরিটি কমিউনিটির সংবাদপত্র প্রকাশকদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা করেছেন হান্টিংটন ব্যাংকের চেয়ারম্যান গ্যারি টরগো । সভার মূল আলোচ্য বিষয় ছিল কীভাবে ব্যাংক ও সংখ্যালঘু মিডিয়া একত্রে কাজ করতে পারে যাতে বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্প্রদায়ের মধ্যে আর্থিক সচেতনতা ও শিক্ষা ছড়িয়ে দেওয়া যায়।
এই সভার আয়োজন করে নিউ মিশিগান মিডিয়া, যা মিশিগানের এথনিক মাইনরিটি কমিউনিটির মিডিয়াগুলোর একটি সম্মিলিত নেটওয়ার্ক। সংগঠনটি বিভিন্ন ভাষাভাষী সম্প্রদায়ের সংবাদপত্রগুলোর প্রতিনিধিত্ব করে এবং স্থানীয় ব্যবসা, ব্যাংক, ও সরকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করে। এথনিক মাইনরিটি কমিউনিটি, বিশেষত অভিবাসীরা, প্রায়শই ব্যাংকিং সুবিধা, বিনিয়োগ পরিকল্পনা, এবং ছোট ব্যবসার আর্থিক সহায়তা সম্পর্কে যথেষ্ট তথ্য পান না। এই সমস্যাগুলো সমাধানের জন্য হান্টিংটন ব্যাংক কীভাবে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে গভীর আলোচনা করা হয়।
সভায় বিভিন্ন জাতিগোষ্ঠীর শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রকাশকরা অংশ নেন। উপস্থিত ছিলেন – গ্যারি টরগো– চেয়ারম্যান, হান্টিংটন ব্যাংক, ড. হাইগ ওশাগান– পরিচালক, নিউ মিশিগান মিডিয়া, সহযোগী অধ্যাপক, ওয়েন স্টেট ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগ, ওসামা এ. সিবলানি – প্রকাশক, আরব আমেরিকান নিউজ, ইলিয়াস গুতিয়েরেজ – প্রকাশক, লাটিনো প্রেস, ট্যাক-ইয়ং কিম– প্রকাশক, মিশিগান কোরিয়ান নিউজপেপার, জেরেমি অ্যালেন – নির্বাহী সম্পাদক, মিশিগান করনিকা, ইকবাল ফেরদৌস– সম্পাদক ও প্রকাশক, বাংলা সংবাদ নিউজপেপার ।
আলোচনার শেষে, অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে হান্টিংটন ব্যাংক ও এথনিক মাইনরিটি কমিউনিটির মিডিয়াগুলো আরও নিবিড়ভাবে কাজ করবে। ব্যাংক ও সংখ্যালঘু গণমাধ্যমের যৌথ প্রচেষ্টায় অভিবাসী সম্প্রদায় আরও বেশি ব্যাংকিং সুবিধা ও আর্থিক সচেতনতার সুযোগ পাবে।
মন্তব্য করুন