চট্টগ্রামে সম্প্রতি ঘটে যাওয়া সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে আহত হওয়া আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। এই ফায়ার ফাইটারের নাম গাউসুল আজম। এ নিয়ে সীতাকুণ্ড অগ্নি দুর্ঘটনায় ফায়ার ফাইটারের মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১০-এ। এছাড়া এখনও তিনজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
গত ১১ জুন শনিবার, বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নি দুর্ঘটনায় গুরুতর আহত গাউসুল আজম মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৩টায় তিনি মারা যান।
এদিকে রবিন নামে আরও এক ফায়ার সার্ভিস কর্মী বার্ন ইনস্টিটিউটের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন আাছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন