মিয়ানমারের রাখাইনে সংঘর্ষে গোলার বিস্ফোরণের বিকট শব্দ কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী গ্রামগুলোতে ভেসে আসছে। ওপারে থেমে থেমে গোলার বিস্ফোরণের বিকট শব্দে এপারের বাসিন্দারা আতঙ্কে আছেন।
বুধবার (১৯ জুন) সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে।
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিফের বিপরীতে টেকনাফের সাবরাং এলাকা। এখানকার লোকজন শান্তিতে ঘুমাতে পারছেন না। মঙ্গলবার (১৮ জুন) রাত থেকে বুধবার (১৯ জুন) রাত পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে কিছুক্ষণ পর থেমে থেমে বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। বিস্ফোরণের শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ছেন।’
সীমান্তের বাসিন্দারা জানান, এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হলেও টেকনাফের বাসিন্দাদের উৎকণ্ঠায় থাকতে হয়।
টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, ‘মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত সারাদিন মিয়ানমারের ওপারের বিস্ফোরণে এপারের নাইট্যংপাড়া, চৌধুরীপাড়া, জালিয়াপাড়া, কায়ুকখালীয়পাড়া, পল্লানপাড়া, কুলালপাড়া, খানকার ডেইলসহ কয়েকটি এলাকা কেঁপে ওঠে। এতে সীমান্তবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।’
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘যা ঘটছে, তা সবই মিয়ানমারের ভেতরে। এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে রাখাইনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অভ্যন্তরীণ সংঘাতের জেরে যাতে কোনও ধরনের অনুপ্রবেশ না ঘটে সেজন্য নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।’ সময় সংবাদ
মন্তব্য করুন