ঢাকাস্থ রাশিয়ান হাউস তেজগাঁও কলেজের সহযোগিতায় “পুশকিন মেমোরিয়াল ডে (১০ ফেব্রুয়ারি)” নিবেদিত একটি রাশিয়ান সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করেছে।
ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভইচেনকভ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি ও দর্শনার্থীদের স্বাগত জানান।
তিনি রাশিয়ার সর্বশ্রেষ্ঠ কবি এবং আধুনিক রাশিয়ান সাহিত্যের জনক আলেকজান্ডার সের্গেইভিচ পুশকিনের সাহিত্য ও জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং ঢাকায় রাশিয়ান হাউসের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন, যা ১৯৭৪ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রতিষ্ঠার পর থেকে রাশিয়ায় বাংলাদেশের তরুণদের উচ্চশিক্ষার জন্য উল্লেখযোগ্য অবদান রয়েছে।
তিনি তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য রাশিয়ান সরকারের বৃত্তির সুযোগ গ্রহণ করতে ও রুশ ভাষা শিক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।
তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন-অর-রশিদ এই সাহিত্য অনুষ্ঠানের জন্য তেজগাঁও কলেজকে নির্বাচিত করার জন্য ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে যেকোন আয়োজনে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
দ্বিতীয়ার্ধে, ঢাকাস্থ রাশিয়ান হাউসের রুশ ভাষার শিক্ষার্থীদের অংশগ্রহণে “পুশকিন মেমোরিয়াল” নিবেদিত একটি রাশিয়ান সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারা রুশ, বাংলা এবং ইংরেজিতে আলেকজান্ডার সের্গেইভিচ পুশকিনের উল্লেখযোগ্য কিছু কবিতা আবৃত্তি করেন, পাশাপাশি তাঁর সাহিত্য ও সঙ্গীতের উপর ভিত্তি করে “ইউজিন ওয়ানগিন” নাটকীয় প্রযোজনা করেন।
অনুষ্ঠানের শেষে রাশিয়ান হাউসের পরিচালক সকল অংশগ্রহণকারীদের স্মারক স্যুভেনির সহ সার্টিফিকেট প্রদান করেন।
আমন্ত্রিত অতিথিরা পুরো অনুষ্ঠানটি আনন্দের সাথে উপভোগ করেন।
বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
মন্তব্য করুন