ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে হামলা চালায় আমেরিকান বাহিনী। ইরাকে ড্রোন হামলায় তিন আমেরিকান সৈন্য আহত হওয়ার জবাবে এই হামলা চালায় তারা।
সব হামলাই কাতাইব হিজবুল্লাহ ও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর ব্যবহার করা তিনটি স্থানে চালানো হয়েছে জানিয়ে যুক্ত্ররাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন,
“ইরান সমর্থিত মিলিশিয়াদের ইরাক ও সিরিয়ায় আমেরিকান সৈন্যদের ওপর ধারাবাহিক হামলার জবাবে নির্ভুলভাবে পালটা জবাব দেয়া হয়েছে। এর মধ্যে ইরান-অনুমোদিত কাতাইব হিজবুল্লাহ এবং এর সাথে সম্পর্কিত গোষ্ঠীগুলির আজ সকালে আরবিল বিমান ঘাঁটিতে হামলার বিষয়টিও ছিল। তাছাড়া ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলির সক্ষমতা হ্রাস করার উদ্দেশ্যও ছিল।”
জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, ইরান সমর্থিত জঙ্গীদের অংশ কাতাইব হিজবুল্লাহ সোমবারের হামলার দায় স্বীকার করেছে। হামলায় আমেরিকান সেনার এক সদস্য গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।
ইরাকি সরকার যুক্তরাষ্ট্রের বিমান হামলার বিরোধিতা করে একে “শত্রুতামূলক কাজ” এবং ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে।
যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর এই অঞ্চলের অভিযান ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট-কে মোকাবেলার অংশ হিসেবে দেখা হচ্ছে।
গাজা ভূখন্ডে হামাসকে নির্মূল করতে ইসরাইলের অভিযান শুরু হওয়ার পর থেকে আমেরিকান সেনাদের ওপর এ ধরনের প্রায় ১০০টি আক্রমণ হয়েছে ।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, আক্রমণগুলির বেশিরভাগই তারা বাধা দিতে পেরেছে। যার ফলে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যদিও কিছু সংখ্যক সৈন্য আহত হবার ঘটনা ঘটেছে। ভয়েস অফ আমেরিকা
বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
মন্তব্য করুন