গ্রীক অগ্নিনির্বাপক কর্মীরা সারাদেশে দাবানল নিভানোর জন্য দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছে। দাবানল দুই সপ্তাহ ধরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) পর্যন্ত পাঁচজন মারা গেছেন।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় শত শত অগ্নিনির্বাপক কর্মীরা রোডস, কর্ফু এবং ইভিয়া দ্বীপে আগুন নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছে।
কর্মকর্তারা জানান, ১৩ জুলাই থেকে সারা দেশে ৬০০ টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে।
রোডসের ২০,০০০ জন সহ গ্রিসের কয়েক হাজার বাসিন্দা এবং পর্যটকদের গত কয়েকদিনে সরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের পরে তাপমাত্রা কমতে পারে বলে আশা করা হচ্ছে। তবে বাতাস প্রবাহ আগুন নেভানোর প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে আশঙ্কা করা হচ্ছে।
দাবানল নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন