সম্প্রতি ঘটে যাওয়া কানাডার ওয়াইল্ড ফায়ারের কারনে মিশিগানের বাতাস দূষিত হচ্ছে । স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলি মিশিগানের সমস্ত বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করেছেন।
মিশিগান ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্ট, গ্রেট লেকস ও এনার্জীর মতে মিশিগানে উচ্চতর স্তরের কণা পদার্থের সাথে বায়ু মানের সতর্কতা রয়েছে – যা মিশিগানবাসীর জন্য বিপদজনক।
বুধবার শেষের দিকে, AirNow.gov ডেট্রয়েটের জন্য একটি বায়ু সূচক রিপোর্ট করেছে, বুধবার রেকর্ড হয়েছে ২০১ । যা আগের দিনের রিডিং ৩০৬ এবং ৩৩৭ থেকে কম।
বিভিন্ন হাসপাতালের জরুরী বিভাগের চিকিত্সকরা বলেছেন যে তারা সাম্প্রতিক দিনগুলিতে শ্বাসকষ্টের সমস্যাগুলির প্রবাহ দেখেছেন কারণ এই অঞ্চলের নিম্নমানের বায়ু মানের অবস্থা অব্যাহত রয়েছে।
মিশিগান ডিপার্টমেন্ট অব হেলথের একজন মুখপাত্র সকলকে মাস্ক ও দুষিত বায়ু থেকে সুরক্ষার প্রতি অনুরুধ করেছেন ।
মন্তব্য করুন