যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে বাংলাদেশ থেকে আগত মহিলা প্রতিনিধি দলের সম্মানে সম্প্রতি গ্লোবাল ডেট্রয়েট এর তত্বাবধানে মিশিগান স্টেটের হ্যামট্রামিক সিটির মদিনা রেস্টুরেন্টে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
গ্লোবাল ডেট্রয়েটের কমিউনিটি এনগেজমেন্ট স্পেসিয়েলিস্ট জনাব রেজাউল করিম এবং হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান জনাব মোহিত মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি, সংসদ সদস্য রুমানা আলী, রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, সোনাইমুড়ি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী লুবনা মরিয়ম সুবর্ণা, গ্লোবাল ডেট্রয়েট টাইস এর প্রোগ্রাম কোরডিনেটর নুসরাত জাহান চৌধুরী , মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন, সহ-সভাপতি সালেহ আহমদ বাদল, বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাসের সাবেক সভাপতি মোঃ জুবেরুল ইসলাম চৌঃ খোকন, ওয়ারেন সিটির বোর্ড অফ রিভিউ এর ভাইস চেয়ার ফয়সল আহমদ, মুন্নী রহমান, কার্নিজ ফারিহা রুমকি সেন ।
সাংবাদিকদের মধ্যে উপস্তিতি ছিলেন বাংলা সংবাদের সম্পাদক ইকবাল ফেরদৌস, মিশিগান প্রতিদিনের সম্পাদক ফারজানা চৌধুরী পাপড়ি, সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন