যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে নিষেধাজ্ঞা বন্ধ করার জন্য মার্কিন ফেডারেল আদালতে মামলা করেছে ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক।
এএফপি এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টিকটকের একজন মুখপাত্র বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের আইনি চ্যালেঞ্জ অত্যন্ত শক্তিশালী তথ্যের উপর ভিত্তি করে জয়ী হবে।’
উল্লেখ্য, মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট গত ১৭ মে টিকটকের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
জিয়ানফোর্টে টুইটারে বলেন, তিনি চীনা কমিউনিস্ট পার্টির কাছ থেকে মন্টানাবাসিদের ব্যক্তিগত তথ্য রক্ষা করার জন্য এ ধরনের নিষেধাজ্ঞাকে সমর্থন করেন।
এদিকে টিকটক তাদের মামলায় এই পদক্ষেপকে ভিত্তিহীন জল্পনার উপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে বলে দাবি করেছে।
যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন