বড়লেখায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (০১ মার্চ) বেলা ১২ ঘটিকায় উপজেলা হলরুমে সমাজসেবা, সমবায় ও যুব উন্নয়ন অফিসের বাস্তবায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় মাসব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৪০ জন বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সমবায় কর্মকর্তা জবা রানী নাথ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ ও জাইকার প্রতিনিধি নাজমুল হুদা প্রমুখ।