প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপির সংঘর্ষ

বিশ্বব্যাংক-বাংলাদেশ সর্ম্পকের ৫০তম বার্ষিকী অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক গিয়েছিলেন। তার যুক্তরাষ্ট্র সফরের পক্ষে-বিপক্ষে দিনভর আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচি চলার সময় ওয়াশিংটন রণক্ষেত্রে পরিণত হয়। বিশ্বব্যাংকের সদরদপ্তরের সামনে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিসহ কয়েকজন আহত হয়েছেন।

বিশ্বব্যাংকের সদরদপ্তরের সামনে শ্লোগান-পাল্টা শ্লোগান, পানি বোতল ছোড়াছুড়ি, হাতাহাতি প্রভৃতি ঘটনার মধ্যদিয়ে এই কর্মসূচি পালিত হয়। এঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানসহ উভয়পক্ষের অন্তত ৪জন আহত হন। অপরদিকে পাল্টাপাল্টি পানির বোতল নিক্ষেপ করায় আওয়ামী লীগের ২ এবং বিএনপি’র এক কর্মীকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে নেতৃবৃন্দের অনুরোধে পুলিশ তাদের ছেড়ে দেয়।

বিশ্বব্যাংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ফলে সরকার ও দলীয় প্রধানকে স্বাগত জানাতেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ‘জয় বাংলা সমাবেশ’ আয়োজন করে। অপরদিকে কমিটিবিহীন যুক্তরাষ্ট্র বিএনপি’র পক্ষ থেকে তাদের ভাষায় ‘ভোটারবিহীন রাতের ভোটে নির্বাচিত’ সরকারের অন্যায়, অবিচার, দূর্নীতি, বিরোধীদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হামলা, গুম, খুনের প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ১০ থেকে ১২জন দলীয় নেতাকর্মী অবস্থান নেয়। অপরদিকে সকাল ৭টার যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন ও সাবেক যুগ্ম সম্পাদক আখতার হোসেন বাদল নেতৃত্বাধীন দলীয় নেতা-কর্মীসহ নিউইয়র্কের ব্রুকলীন থেকে আসা দলীয় নেতৃবৃন্দ সমবেত হন। এসময় বিএনপির নেতা-কর্মীর সংখ্যা ছিলো দেড় শতাধিক। শুরু হয় শ্লোগান-পাল্টা শ্লোগান।

এক পর্যায়ে ব্যানার নিয়ে টানাটানি এবং সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

অপরদিকে প্রবাসী বাংলাদেশিরা বলেছেন, এমন কাণ্ডে কারোরই লাভ হয়নি। শুধু শুধু প্রবাসে দেশের ভাবমর্যাদা ভুলণ্ঠিত হয়েছে।