নতুন সূর্য উঁকি দেবে পুরাতনের গ্লানি ভুলে

নতুন সূর্য উঁকি দেবে পুরাতনের গ্লানি ভুলে। হাসি-কান্না, আনন্দ-বেদনায় কেটে গেলো আরও একটি বছর। বিদায় নিলো ২০২২, এলো ২০২৩। ৩৬৫ দিনের এই হিসেব-নিকেশ চলবে অনন্তকাল। শুভ নববর্ষ। কথায় বলে, ‘যায় দিন ভালো; আসে দিন মন্দ’। যেদিন গেছে; তা হোক সফলতার কিংবা ব্যর্থতার। অনেক উত্থান-পতন পেরিয়ে অতীতের খাতায় জমা হচ্ছে ২০২২ সাল। অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলো আলোকিত হবে নির্ভুলভাবে।

বিগত সময়ের সব দুঃখ, কষ্ট, হতাশা, গ্লানি ভুলে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও বরণ করে নিচ্ছে ২০২৩ সালকে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার বছরে সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যয়, শা’বিতে উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ নিয়ে আন্দোলন, চা শ্রমিকদের আন্দোলন, রাজনীতিতে অস্থিরতাসহ আলোচিত-সমালোচিত ২০২২ বিদায় নিচ্ছে।

পাশাপাশি পদ্মা সেতু, মেট্রোরেলের মতো প্রকল্প চালু হওয়াসহ নানা কারণে ২০২২ সাল খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। নতুন বছরে অগ্রগতির পথে সব জটিলতা দূর হবে, এটাই সবার প্রত্যাশা। সবকিছু সামলে নিয়ে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাক। ২০২২ সালের কিছু স্মরণীয় বিষয় উল্লেখ করছি যা অনেকের হৃদয়ে দাগ কেটেছে।

মেসির বিশ্বকাপ জয়: সৌদি আরবের কাছে হেরে অঘটনের জন্ম দেয়। বিশ্বকাপের প্রথম ম্যাচেই অবিশ্বাস্য হারের পর আর্জেন্টিনার বিশ্বকাপ পথচলা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। তবে ওই ম্যাচটা যেন তাতিয়ে তোলে আর্জেন্টিনাকে। দুর্দান্ত খেলে দলটি জায়গা করে নেয় ফাইনালে। ৩৬ বছর পর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ: চলতি বছর অস্ট্রেলিয়ায় বসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। অঘটনে ভরপুর এবারের আসরকে বলা হচ্ছে ইতিহাসের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে ইংল্যান্ড।
টেনিস থেকে রজার ফেদারের অবসর: চলতি বছরের সেপ্টেম্বরে পেশাদার টেনিস ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন কিংবদন্তি সুইস টেনিস খেলোয়াড় রজার ফেদেরার। ২৪ বছরের ক্যারিয়ারে ৫০০ এর বেশি ম্যাচ খেলা ফেদেরার ২০টি গ্রান্ড স্ল্যাম জিতেছেন এই তারকা টেনিস খেলোয়াড়।

ইংল্যান্ড নারী দলের ইউরো জয়: ১৯৬৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড পুরুষ ফুটবল দল। এরপর দীর্ঘ ৫৬ বছর ফুটবলে বড় কোনো সাফল্য ছিলনা ইংলিশদের। ২০২২ সালে এসে ৫৬ বছরের খরা ঘুচিয়ে ইংল্যান্ডকে শিরোপা জেতায় নারী ফুটবল দল। চলতি বছর ফাইনালে জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো নারী ইউরোর শিরোপা জিতেছে ইংল্যান্ডের নারীরা।

সেরেনা উইলিয়ামসের অবসর: পেশাদার টেনিস ক্যারিয়ার থেকে অবসর নিয়েছেন মার্কিন নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ২৩ গ্রান্ডস্লাম জয়ী এই তারকা চলতি বছরের সেপ্টেম্বরে টেনিসকে বিদায় বলে দেন।

নারী ফুটবল দলের সাফ ট্রফি জয়: নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশীপে প্রথমবারের মতো শিরোপা জয়ের মাধ্যমে গোটা জাতিকে গৌরবান্বিত করেছে বাংলাদেশের নারী ফুটবল দল। ২০১৬ সালের পর ফাইনালে চারবারের রানারআপ স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী দল।