সত্যনিষ্ঠ সংবাদ

ইতিবাচক, সত্যনিষ্ঠ সংবাদ প্রচারই আমাদের অঙ্গীকার

পাঠকের ভালোবাসা নিয়ে বাংলা সংবাদের পথচলার কয়েকবছর অতিক্রম হলো। নিত্যদিন নানা অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। স্রোতের বিপরীতে চলতে গেলে নানা রকমের বাধা অতিক্রম করতে হয় তা জেনেই এই পথচলা। আমার এই পথচলাতেই আনন্দ।

সাংবাদিকতায় চাপ ও ভয়ভীতি থাকবেই। সেই ভয়কে জয় করে চলতে হয় এই পথ।
বাংলা সংবাদ তার যাত্রালগ্নে বলেছিলো- ইতিবাচক, সত্যনিষ্ঠ সংবাদ প্রচারই আমাদের অঙ্গীকার। আজও তাই বলে এবং যতদিন থাকবে ততদিন ইতিবাচক, সত্যনিষ্ঠ সংবাদই পরিবেশন করে যাবে।

বাঙালি কমিউনিটির সকল ইতিবাচক সংবাদ আমরা পরিবেশন করে থাকি। মানুষের আস্থাই সাংবাদিকতার প্রাণ। এক্ষেত্রে বাঙালির বিভিন্ন সংগঠনে যখন সংঘাত, ঝগড়া, বিবাদ ইত্যাদি আমাদের পরিলক্ষিত হয়, তখন সেগুলো আমরা সচেতনভাবে এড়িয়ে চলি কেননা এমন নেতিবাচক সংবাদ আমাদের কমিউনিটি তথা দেশকে অন্যান্য দেশের লোকজনের নিকট হেয় করে।

আমরা আমাদের কমিউনিটি তথা দেশকে সকল সময়েই বিজয়ী দেখতে চাই। সংঘাত, ঝগড়া, বিবাদ একসময় মিটে যায় কিন্তু সংবাদপত্রে প্রকাশিত সংবাদ থেকে যায় দীর্ঘসময় তাই আমরা চাই সকল প্রকার সংঘাত, ঝগড়া, বিবাদ হতে দূরে থাকুক বাঙালি কমিউনিটি। ‘পিস জার্নালিজম’ বা শান্তিবাদী সাংবাদিকতার বিষয়টি এখন সমগ্র বিশ্বে আলোচিত।

সংঘাত ও দ্বন্দ্বে সাংবাদিকতা সত্য ও শান্তির পক্ষে কতটা ভূমিকা রাখতে পারে তা নিয়েই আলোচনা চলছে। পক্ষ-বিপক্ষের নানা মত সত্ত্বেও লক্ষ করেছি, শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত নিরসনে সাংবাদিকতার প্রার্থিত ভূমিকার পক্ষে মতবাদ ক্রমেই জোরদার হচ্ছে। কাজেই যে সাংবাদিকতা সমাজের প্রভূত প্রভাব বিস্তার করে, যা মানুষকে নানা তথ্যে সমৃদ্ধ করে, শিক্ষিত করে, তার শান্তিবাদী ভূমিকা গুরুত্বের সঙ্গে গ্রহণ করাই সংগত কাজ।

আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে এগিয়ে নিতে হবে। যে সাংবাদিকতা মানুষকে শুভ বুদ্ধির উদয় ঘটায়, বিবেক জাগ্রত করে, সঠিক সত্য উপস্থাপন করে এমন সাংবাদিকতায় সকলেরই মনোনিবেশ করা প্রয়োজন। সু-সাংবাদিকতার মধ্যদিয়ে সত্য, সুন্দর ও মঙ্গলের পক্ষে সদা জাগ্রত থাকুক আমাদের সাংবাদিক সমাজ এটাই প্রত্যাশা।


Posted

in

,

by

Tags: