সাহিত্য
স্ব প্ন বী জ
জীবনের গান, সুর ও ছন্দে উজ্জ্বল আমাদের ঘর
ঘামের গন্ধে নামে স্বর্ণালি দিন, স্বপ্নের কোলাহল।
ফসলের ঘ্রাণে দুঃখ-দৈন্য টুটে নেমে আসে হাস্যোজ্জ্বল সকাল
খইয়ের বাদ্যে খুলে সম্ভাবনার নতুন দুয়ার।
বিচিত্র পথে চলে যায় সময়, বদলে দেয় জীবনের গতি
পাখিদের গান আর গোলাপের ঘ্রাণে বেদনায় ভিজে আসে চোখ।
যৌবন ক্ষয়ে যায় পৌঢ় শরীরের চুম্বক টানে
গাণিতিক গার্হস্থ্যে মিলে না হিসেব
তবু কাটাকাটিভরা খেরোখাতায় বোনে যাই সম্ভাবনার বীজ।