অভিবাসন

সৌদিতে গত এক সপ্তাহে ১৬ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় সৌদি আরবে গত এক সপ্তাহে প্রায় ১৬ হাজার ৬৯৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনকারী ১০ হাজার ৫১৮ , সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী তিন হাজার ৯৫৩ এবং শ্রম বিধি লঙ্ঘনকারী দুই হাজার ২২৪ জন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশের সুবিধা দেবে বা তাদের পরিবহন, আশ্রয় বা যে কোনও ধরনের সহায়তা দেবে তাদের পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত করার পাশাপাশি সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

প্রায় তিন কোটি ৪৮ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছে। অবৈধ অভিবাসীদের নিয়ে সৌদি গণমাধ্যমে প্রায়ই সংবাদ প্রকাশিত হয় ।

Back to top button