সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের বনভোজন ১০ সেপ্টেম্বর
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের (Sunamgonj Zila Association of Michigan, USA) বনভোজন আগামী রবিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
বনভোজনটি ওয়ারেন সিটির হলমিছ পার্কে (Halmich Park) আয়োজন করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি মোহাম্মদ মুতালিব, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি সরকার, এবং প্রচার সম্পাদক অপু মিয়া এক বিজ্ঞপ্তিতে উক্ত বনভোজনে সপরিবারে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ করেছেন।
বনভোজন উদযাপন কমিটিতে রয়েছেন আহ্বায়ক আজাদ খান, যুগ্ম আহ্বায়ক শামসুল হুদা পাশা, যুগ্ম আহ্বায়ক শাহ অপু আহমদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল বাচিত মধু, এবং যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমদ।
তাছাড়া সার্বিক সহযোগিতায় রয়েছেন শামসুল হুদা পাশা, জাইক উদ্দিন, আমীন উদ্দিন, আনহার খান, ইয়ান উদ্দিন, গকুল তালুকদার, জুবায়ের আহমদ, ওয়েব খান, মোহাম্মদ এনামুল হক,হান মিয়া, ইজাজুল হোসাইন, মারুফ খান, আব্দুল বাচিত মধু, সাব্বির আহমদ, জাকির হোসেন আবীর, এ জে পাশা, মান্না কুমার দাশ, সুমন দাশ, শুয়েব আহমদ, আমীর হোসেন জাকির, মোহাম্মদ মসুদ আহমদ, মোহাম্মদ মোমেন, কাওছার আহমদ, আলী আহসান, নুরুল আমিন বদরুল, আলী আশরাফ, সালেক মিয়া, শামীম আহমদ, রিপন মিয়া, গৌতম চৌধুরী, হাবিবুর রহমান রনি, নাদিম মাহমুদ, মেহেদী হাসান সোহাগ, নাবিল ইমাদ, আহিয়ান আহমদ, নাহি ইসলাম, নয়মুল চৌধুরী, স্বাধীন চৌধুরী, পলাশ তালুকদার, হাবিবুর রহমান, রবিউল ইসলাম রবি, আনগুর মিয়া, মোহাম্মদ জুনেদ, শিহাব আহমদ, মাযহারুল ইসলাম, অজন রায়, তাহের মিয়া, মাজেদুল হক, এবং সুমন মিয়া।
উপদেষ্টা মণ্ডলী হিসেবে রয়েছেন হাজী আব্দুল আহাদ মাস্টার, আব্দুল হাফিজ (সাবেক চেয়ারম্যান), আক্তার হোসেন মেম্বার, শামসুল হক, হাজী আব্দুস সামাদ, হাজী আব্দুল হক, শাহ টিপু সুলতান, আব্দুল মালেক, সৈয়দ আব্দুল আলী, চন্দন চৌধুরী, কাজল মিয়া মেম্বার, নজমুল চৌধুরী, জিতু মিয়া, মলয় কুমার দাশ, অধ্যাপক নজরুল ইসলাম, এবং কৃষ্ণ গোপাল দাশ।
বনভোজনে আকর্ষণীয় পুরষ্কার সহ র্যাফেল ড্র এর ব্যাবস্থা করা হয়েছে।
আরও পড়ুনঃ সোয়াইন ফ্লু: মিশিগানে মানব দেহে শনাক্ত