মিশিগান সংবাদযুক্তরাষ্ট্র সংবাদশিল্প ও সংস্কৃতি
চলমান

সংগীতের মূর্ছনা ছড়ালো ‘নাশীদ সন্ধ্যা’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরের টেন মাইল রোডে অবস্থিত বিসমিল্লাহ কাবাব এন্ড কারি ক্যাফেতে “নাশীদ সন্ধ্যা” শীর্ষক মনোমুগ্ধকর সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রজ্বলিত সুর- এর আয়োজনে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বিশিষ্ট ইসলামিক সংগীত শিল্পী এবং ইউটিউবার ইকবাল হোসাইন জীবন।

তিনি ইকবাল এইচ জে নামেও পরিচিত।

এছাড়াও রুহুল হুদা মুবিন, কয়েজ আহমেদ, ইয়াসিন রাহিন, সুলাইমান আল মাহমুদ, রুবেল আহমেদ, এবং মুজাম্মিল হোসাইন তাদের পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলেন। তাছাড়া, শিল্পিদের পরিবেশিত সঙ্গীত উপস্থিত দর্শকদের বিমোহিত করে।

অনুষ্ঠান সম্পর্কে ইকবাল হোসাইন জীবন বলেন, “সুন্দর এ আয়োজন খুব সফল ভাবে শেষ হয়েছে। সংস্কৃতির প্রতি তরুণদের যে ভালোবাসা দেখেছি, তা আমাকে নতুন করে ভাবতে সাহায্য করবে।”

উল্লেখ্য, ইকবাল হোসাইন জীবন বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত। তিনি একাধারে ইসলামিক সঙ্গীত শিল্পী, গীতিকার, সঙ্গীত প্রযোজক এবং সঙ্গীত পরিচালক। তার সম্পর্কে বিস্তারিত http://www.iqbalhj.com/ এই ওয়েবসাইটে জানা যাবে।

Back to top button