যুদ্ধবিরতির দাবিতে মার্কিন পার্লামেন্ট ভবনে ইহুদিদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলি সহিংসতার প্রতিবাদে এবং অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে ক্যাপিটল হিলে প্রবেশ করে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের শত শত মানুষ। তারা বাইডেন প্রশাসনকে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়।
বুধবার (১৮ অক্টোবর) ‘জুইশ ভয়েস ফর পিস’ নামে একটি সংগঠনের সদস্যরা মার্কিন কংগ্রেসের ভেতরে ঢুকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
বিক্ষোভে কয়েক ডজন ইহুদি ধর্মগুরু (র্যাবাই) যোগ দিয়েছিলেন বলেও জানা গেছে।
বিক্ষোভকারীদের পরিহিত কালো টি–শার্টে লেখা—‘ইহুদিরা বলছে যুদ্ধবিরতি চাই’ এবং ‘আমাদের দোহাই দিয়ো না’। বিক্ষোভকারীরা একটি ভবনের মেঝেতে বসে হাততালি ও গান গেয়ে প্রতিবাদ জানান। তাঁদের হাতে একটি বড় ব্যানার লেখা ছিল, ‘যুদ্ধবিরতি’ এবং ‘গাজাকে বাঁচতে দাও’।
এদিন সংগঠনটির এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়েছে, কয়েক শ আমেরিকান ইহুদি কংগ্রেসে অবস্থান করছে। কংগ্রেস গাজায় যুদ্ধবিরতির ঘোষণা না দেয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। কয়েক হাজার মার্কিন ইহুদি বাইরে প্রতিবাদ করছেন। সাড়ে ৩০০ জন কংগ্রেসের ভেতরে আছেন। তাদের মধ্যে দুই ডজন র্যাবাই আছেন। আমরা আবেদনমূলক প্রতিরোধ করছি।
জুইশ ভয়েস ফর পিস’র পক্ষ থেকে বলা হয়েছে, তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলে এবং মনে করে, ইহুদি ধর্মের অবস্থান জায়নবাদের ওপরে।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, যুদ্ধবিরতি হচ্ছে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান গণহত্যা বন্ধের প্রথম উদ্যোগ। অবরুদ্ধ গাজায় ২০ লাখের বেশি ফিলিস্তিনি আটকা পড়ে আছে।
বিক্ষোভ অংশ নেওয়া একাধিক ব্যক্তি সিবিএস নিউজকে বলেন, বাইডেন প্রশাসন এই মুহূর্তে ইসরায়েলকে চাপ দেওয়ার রাখে। নিরপরাধ মানুষদের প্রাণ বাঁচাতে এটি করতে হবে। অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। বাইডেন প্রশাসনকে চোখ খুলে তাকানোর অনুরোধ করেন তাঁরা। একজন বলেন, ‘গাজায় কী ঘটছে দেখুন। গাজায় ধ্বংসযজ্ঞ দেখুন। আমি এই মুহূর্তে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক ইহুদি ধর্মাবলম্বী বসবাস করেন। তাঁদের মধ্যে নানা ধর্মীয় গোষ্ঠী আছে। সেখানকার উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতা করেন।