খেলাধুলা

মুহূর্তেই ভাইরাল সাকিবের গান

এবারে ভিন্ন একরূপে দেখা গেলো বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে

রোববার (৬ আগস্ট) লংকা প্রিমিয়ার লিগের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের একটি ভিডিও পোস্ট করা হয়।

ভিডিওতে উপস্থাপকের ভূমিকায় থাকা জনপ্রিয় শ্রীলংকান গায়িকা ইয়োহানি ডি সিলভা তিনি বলছিলেন এলপিএলে নিজের অভিজ্ঞতার কথা।

সেখানে এক পর্যায়ে সাকিবকে হিন্দি গানের চ্যালেঞ্জ ছুড়ে দেন ইয়োহানি। আর সেই চ্যালেঞ্জেও সাকিব করেন বাজিমাত।

শুরুতে কিছুটা সমস্যা হলেও একটা সময় ‘আজকাল তেরে মেরে পেয়ার কে চর্চে হে যুবান পার, সাবকো মালুম হে, অর সাবকো খবর হো গায়ি’ গানটির দু লাইন গেয়ে শোনান জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি।

মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পরে নেটিজেনদের টাইমলাইনে। ভাইরাল হয়ে যায় সাকিবের সেই গান।

খেলাধুলা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Back to top button