বিশ্ব সংবাদ

মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫

আফ্রিকার দেশ মিসরের মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বাস ও বেশ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের এই ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় মিডিয়া আল-আহরাম নিউজ এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ৩৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে কমপক্ষে ১৮ জন পুড়ে গেছে। এছাড়াও কমপক্ষে ৫৩ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি গাড়ির মধ্যেও আগুন জ্বলতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই সড়কটির দ্রুততম লেনে একটি লরি উল্টে পড়ে আছে। ছবিগুলোতে আরও দেখা গেছে একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে।

মিসরে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মিসরের সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে ৭ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।

Back to top button