মিশিগান সংবাদ

মিশিগান সিনেটে ‘বন্দুক নিয়ন্ত্রণ বিল’ পাস

মিশিগান সিনেটে বহু আলোচিত ‘বন্দুক নিয়ন্ত্রণ বিল’ পাস হয়েছে।

মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে গত মাসের প্রাণঘাতী বন্দুক হামলায় তিনজন শিক্ষার্থী নিহত এবং পাঁচজন শিক্ষার্থী আহত হওয়ার পর থেকে ‘বন্দুক নিয়ন্ত্রণ বিল’ পাস করার জন্য চাপ বাড়তে থাকে।

এরপর মিশিগান ডেমোক্র্যাটরা ‘বন্দুক নিয়ন্ত্রণ বিল’ পাস করার জন্য প্রথম পদক্ষেপ নেয়।

এই বিল অনুমোদন ফলে আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাকগ্রাউন্ড চেক করে লাইসেন্স দেওয়া হবে এবং অন্যদের জন্য ঝুঁকি হিসাবে বিবেচিত ব্যক্তিদের কাছ থেকে বন্দুক ফেরত নেওয়ার অনুমতি দেবে।

তাছাড়া এই বিলে বাড়িতে বন্দুক রাখার ক্ষেত্রে যেখানে শিশুদের উপস্থিতি কম এমন সুরক্ষিত স্থানে রাখতে প্রস্তাব দেওয়া হয়েছে।

বিলটি মিশিগান সিনেটে ২০/১৭ ভোটে ডেমোক্র্যাটদের সমর্থনে এবং রিপাবলিকানরা বিরোধিতায়‌ পাস হয়েছে।

এদিকে বন্দুক ব্যবহারের ক্ষেত্রে আইনি সুরক্ষা বাদ দেওয়ার বিরোধীরা দাবি করেছেন যে এটি করার ফলে বন্দুকের ব্যবসা বন্ধ হতে বাধ্য হবে।

আরও পড়ুনঃ বন্দুক হামলা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি

Back to top button