সাহিত্য
বৃক্ষ, সন্ধ্যা এবং দৈত্য
রাস্তার দুপাশে বৃক্ষসারি
মাঝখানে কালো প্যান্ট পরে সন্ধ্যা
দাঁড়ায় দুই পা ফাঁক করে অন্ধদৈত্য
এমন বৃক্ষের সারি আমি কখনও দেখিনি
এমন সন্ধ্যার মুখ আমি কখনও দেখিনি
এমন দৈত্যের রূপ আমি কখনও দেখিনি
এই বৃক্ষ, এই সন্ধ্যা, এই দৈত্য
দেখতে পেলেও আন্দাজ করা দুরূহ
তারা এখন কী ভাবছে!