সাহিত্য

বি চি ত্র

রোদ ছিল ঝলমলে শীত কনকনে

চিন্তায় নবধারা ছিল জনমনে।
পাতাহীন ডালগুলো দুলছিল বায়
হাড়কাঁপা শীত ছিল সেই রোদেলায়।
গাছ ছিল পাতাহীন ডালে ছিল পাখি
ডালে ডালে পাখিদের ছিল মাখামাখি।

Back to top button