খেলাধুলা

বাবার প্রতি শ্রদ্ধা জানালেন স্পেনের ওলগা কারমোনা

স্পেনের নারী বিশ্বকাপ জয়ের অন্যতম খেলোয়াড় ওলগা কারমোনা সোমবার (২১ আগস্ট) তার বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

উল্লেখ্য ইংল্যান্ডের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয়ের আগেই তার বাবার মৃত্যু হয়।

২৩ বছর বয়সী এই ডিফেন্ডার রবিবার সিডনিতে ফাইনালের একমাত্র গোল করে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে সহায়তা করে।

‘আমি জানি আপনি (বাবা) আমাকে অনন্য কিছু অর্জন করার শক্তি দিয়েছেন। আমি জানি যে আপনি আজ রাতে আমাকে দেখছেন এবং আপনি আমাকে নিয়ে গর্বিত। বাবা, শান্তিতে থাকো,’ কারমোনা টুইটারে লিখেছেন।

এদিকে কারমোনার ক্লাব রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে ওলগা এবং তার আত্মীয়স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

খেলাধুলা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Back to top button