মিশিগান সংবাদ

বন্দুক হামলা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি

মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমার এবং অন্যান্য ডেমোক্রেটিক নেতারা বন্দুক হামলা মোকাবেলার লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বুধবার (মার্চ ১৫) এ অঙ্গরাজ্যের ক্যাপিটলের নিকটে এক সংক্ষিপ্ত সমাবেশের সময় তারা এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সমাবেশে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ডেট্রয়েট নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ মাসেরও কম সময়ের ব্যবধানে মিশিগানে দুটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে৷ এর মধ্যে ২০২১ সালের নভেম্বরে একজন বন্দুকধারী অক্সফোর্ড হাই স্কুলে হামলা চালিয়ে চার শিক্ষার্থীকে হত্যা করে। এরপর ১৩ ফেব্রুয়ারি মিশিগান স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে একজন বন্দুকধারী হামলা চালিয়ে তিনজন শিক্ষার্থীকে হত্যা এবং পাঁচজন শিক্ষার্থীকে আহত করে।

এই ঘটনার ৩০ দিন পর গভর্নর গ্রিচেন হুইটমার, অ্যারিজোনার প্রাক্তন কংগ্রেসওম্যান গ্যাব্রিয়েল গিফোর্ডস (যিনি ২০১১ সালের বন্দুক হামলা থেকে বেঁচে যান), সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা উইনি ব্রিঙ্কস এর উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অক্সফোর্ড এবং মিশিগান স্টেট ইউনিভার্সিটির বন্দুক হামলার কথা উল্লেখ করে হুইটমার বলেন, ‘বন্দুক হামলায় সন্তানকে হারিয়েছেন এমন পিতামাতাকে আপনি কীভাবে সান্ত্বনা দেবেন? স্কুলে যাওয়ার জন্য আতঙ্কিত শিক্ষার্থীদের আপনি কী বলবেন? তবে সুসংবাদটি হলো আমাদের আর এভাবে বাঁচতে হবে না এবং আমরা আর এভাবে বাঁচব না। বন্দুক হামলা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার এখনই সময়।’

সমাবেশে ডেমোক্রেটিক আইন প্রণেতারা যেকোন বন্দুক কেনার আগে ক্রেতার অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড চেক করার প্রস্তাবে অগ্রাধিকার দিয়েছেন। তাছাড়া যেসব বাড়িতে শিশুরা থাকে সেখানে আগ্নেয়াস্ত্রের স্টোরেজ করা বাধ্যতামূলক করা এবং বন্দুক রাখার অনুমতি দেওয়ার জন্য সুরক্ষা আইন মানতে বাধ্য করার প্রতি জোর দিয়েছেন।

ঝুঁকি হিসাবে বিবেচিত লোকদের কাছ থেকে বন্দুক ফেরত নেওয়ার জন্যও সমাবেশে বক্তারা আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে হামলাকারী আটক

Back to top button