পর্তুগালে এম আই বি টেলিভিশনের ৫ম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত
পর্তুগালের রাজধানী লিসবনে বর্ণাঢ্য আয়োজনে এম আই বি টেলিভিশনের ৫ম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে স্থানীয় চার তারকা হোটেল মুন্ডিয়ালের বল রুমে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এম আই বি টেলিভিশনের হেড অব নিউজ ফয়সাল আহাম্মেদ দ্বীপের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম আই বি টেলিভিশনের চেয়ারম্যান তাপস বড়ুয়া রিপন।
পর্তুগালে মূলধারার রাজনীতিবিদ ও স্থানীয় কাউন্সিলের সাবেক এসেম্বলির মেম্বার রানা তাসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্ঠা শরীফ আল মমিন, বিশিষ্ট তরুন ব্যবসায়ী আবু ইমন, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রনি মোহাম্মদ, বর্তমান সভাপতি রাসেল আহমেদ, কমিউনিটি নেতা জামাল উদ্দিন, ব্যবসায়ী লিটন আহমেদ, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এনামুল হক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগালের সিনিয়র সহসভাপতি মিলন বেপারী, সাধারণ সম্পাদক আহমেদ লিটন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার শিপলু আহমেদ , অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সমির দেবনাথ, দেবিদ্বার এসোসিয়েশন পুর্তুগাল এর মো: খাইরুল কবির সরকার (শিমুল) সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বর্ষপূর্তি অনুষ্ঠানে পর্তুগালের সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন পাশাপাশি এম আই বি টেলিভিশনের কাছে প্রবাসীদের সমস্যা সম্ভাবনা নিয়ে প্রত্যাশার কথা ব্যাক্ত করেন।
পরে অতিথিরা কেক কাটেন এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।