নেপালে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, আহত ১১
নেপালে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির পশ্চিমাঞ্চলের একটি জেলায় ভূমিধস ও অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১১ জন। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পে প্রধান একটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে ।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রমা আচার্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ভারত-সীমান্ত লাগোয়া নেপালের বাঝাং জেলায় ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্পের পর ভূমিধস হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের একটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
প্রায় ৩০ মিনিটের ব্যবধান ছিলো নেপালের তালকোট ও চানপুরের ভূগর্ভে উৎপত্তি হওয়া এই জোড়া ভূমিকম্পের।
মঙ্গলবার (৩ অক্টোবর) নেপালের বাঝাং জেলায় ৬ দশমিক ৩ এবং ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছে নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র । তারা বলেছে, ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ ও ৫ কিলোমিটার ভূগর্ভে।
নেপালের ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লি ছাড়াও দেশটির উত্তরাঞ্চলও কেঁপে উঠেছে। দিল্লিতে লোকজনকে বাড়িঘর ও অফিস থেকে রাস্তাঘাটে বেরিয়ে আসতে দেখা যায়। তবে ভূমিকম্পে ভারতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
নেপালের পুলিশ গণমাধ্যমকে জানায়, ভূমিকম্পে সাত নারী ও চারজন পুরুষ আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভূমিকম্পের ফলে সৃষ্ট আরেকটি ভূমিধসে একজন নারী নিখোঁজ রয়েছেন।