মিশিগান সংবাদ

ডেট্রয়েটে গোলাগুলি: সন্দেহভাজন ৩ যুবককে খুঁজছে পুলিশ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে এক গোলাগুলির ঘটনায় দুই জন আহত হয়েছে। এঘটনার সাথে জড়িত সন্দেহভাজন তিন যুবককে খুঁজছে ডেট্রয়েট পুলিশ বিভাগ।

আহত দুইজনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা। তবে তাদের মধ্যে নয় বছর বয়সী শিশুর অবস্থা গুরুতর।

ডেট্রয়েট পুলিশ বিভাগ জানায়, সোমবার (২৭ মার্চ) বিকেল ৫:৪০ টার দিকে একটি কল করে জানানো হয় গোলাগুলিতে দুই জন আহত হয়েছে। এর মধ্যে নয় বছর বয়সী শিশুর পেটে এবং ২৭ বছর বয়সী নারীর নিতম্বে গুলি করা হয়েছে।

আহত শিশুর বাবা পুলিশকে জানান, গুলি করার সময় তিনি এবং তার ছেলে গ্র্যাটিয়ট অ্যাভিনিউ এলাকার মাছের বাজারে ছিলেন।

এদিকে ডেট্রয়েট পুলিশ বিভাগ আরও জানায়, ‘এ ঘটনায় সন্দেহভাজন তিন যুবক মাছের বাজারে যাওয়ার পর গুলিবর্ষণ শুরু হয়। তখন শিশু ও নারী গুলিবিদ্ধ হয়। কি কারণে ঘটনাটি ঘটেছে এবং এর সাথে জড়িতদের মধ্যে সম্পর্ক জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ মিশিগান সিনেটে ‘বন্দুক নিয়ন্ত্রণ বিল’ পাস

Back to top button