মিশিগান সংবাদ

ট্রয় শহরের একটি শপিং মলে আগুন

মিশিগান রাজ্যের ট্রয় শহরের একটি রেস্তোরাঁ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (১৩ জুন) সন্ধ্যায় ট্রয়ের সমারসেট কালেকশন শপিং মলের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
 
ফায়ার বিভাগের লেফটেন্যান্ট ড্যান মাহরেল জানিয়েছেন, বিকেল ৪টা ৫২ মিনিটে ফোনে সমারসেট কালেকশন শপিং মলে আগুনের কথা জানানে হয় ফায়ার বিভাগকে। খবর পাওয়ার পরক্ষণেই ঘটনাস্থলে গিয়ে ফৌছায় দমকল বাহিনী। সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় ফায়ার বিভাগের কর্মীরা।
 
লেফটেন্যান্ট ড্যান মাহরেল বলেন, মলের উত্তর দিকের ক্যাপিটাল গ্রিলের রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। এবং তা ছাদে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর ৬০-৭০ জনের একটি দল আগুন নিয়ন্ত্রণের কাজে সাহায্য করে।
 
ড্যান মাহরেল জানান, মলের অন্য দিকে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। অনুসন্ধান চলছে।
 
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র : ডেট্রয়েট ফ্রি প্রেস

Back to top button