লাইফ স্টাইলস্বাস্থ্য

বিষাক্ত গাছই একটি ব্যাথার ঔষধ

জিম্পি জিম্পি উদ্ভিদের পাতা হার্ট শেপের মতো দেখতে যতটা সুন্দর লাগে তার থেকেও বেশি ভয়ঙ্কর এই গাছটি অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার রেইন ফরেস্টে এই গাছের অবস্থান। ভূলবশতও এটি ছুঁলে ভয়ঙ্কর যন্ত্রণায় রীতিমতো পাগল হয়ে যেতে পারেন। অনেকে একে সুইসাইড প্লান্ট বলেও আখ্যায়িত করেন।

বর্তমানে বিজ্ঞানীরা এই গাছ থেকেই ব্যথা কমানোর ওষুধ মিলতে পারে ধারণা করছেন। বিজ্ঞানীদের কথার ভিত্তিতে গবেষণায় ফলাফলে দেখে রীতিমতো চমকে গিয়েছেন গবেষকরাও।

সম্প্রতি আস্ট্রেলিয়ার কুইনসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন ওষুধের সন্ধান দিয়েছেন। তাদের মতে, এই গাছের মধ্যে ব্যাথা উপশমকারী একটি বিশেষ উপাদান রয়েছে যা ব্যাথার জন্য তৈরি আধুনিক ওষুধে দ্রুত শরীরের ব্যথা কমাতে পারবে।

বিজ্ঞানীদের কথায়, শরীরে ব্যথার অনুভূতি তৈরি করতে গাছটি সোডিয়াম চ্যানেলকে ব্যবহার করে। সেই চ্যানেল ব্যবহার করতে না দিলে ব্যথা সারানোর ওষুধে পাল্টে যাবে এই গাছের বিষ। এমনটাই ধারণা করছেন কুইনসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

Back to top button