খেলাধুলামিশিগান সংবাদ

ক্রিকেট: মিশিগান ওপেন টি-টোয়েন্টি শুরু জুলাই ২৭

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে শুরু হতে যাচ্ছে মেগা ক্রিকেট টুর্নামেন্ট ‘মিশিগান ওপেন টি-টোয়েন্টি’।

এশিয়া ইউনাইটেড পরিচালিত এই ক্রিকেট টুর্নামেন্টটি আগামী জুলাই ২৭ থেকে জুলাই ৩০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে বিশ্বের সেরা ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে৷

এই টুর্নামেন্টের লক্ষ্য মিশিগানে উচ্চ-মানের এবং অভিজাত ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে আসা। সেইসাথে মিশিগানে ক্রিকেটের সমৃদ্ধি ও বিকাশের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা।

এই রোমাঞ্চকর টুর্নামেন্টকে সাফল্যমন্ডিত করার জন্য মিশিগানে বসবাসরত ক্রিকেটপ্রেমীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

টুর্নামেন্টের প্রাইজ মানি ধরা হয়েছে ৬০,০০০ ডলার। বিজয়ীর জন্য ৪৫,০০০ ডলার, রানার আপের জন্য ১০,০০০ ডলার, এমভিপি এর জন্য ২০০০ ডলার, বেস্ট ব্যাটসমানের জন্য ১০০০ ডলার, বেস্ট বলারের জন্য ১০০০ ডলার, এবং এমওএম এর জন্য ১০০০ ডলার করে ধরা হয়েছে।

টুর্নামেন্টের সিজন ১ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এন্ট্রি ফি ৬,০০০ ডলার করে রাখা হয়েছে। আমেরিকান ক্রিকেট নেটওয়ার্ক (এসিএন) এ প্রতিটি ম্যাচ সরাসরি প্রচার করা হবে।

আরও পড়ুনঃ  কুলাউড়া সোসাইটির পিঠা উৎসব উদযাপন

Back to top button