যুক্তরাষ্ট্র সংবাদস্বাস্থ্য

কোভিড মহামারীতে ১ লক্ষ নার্স পেশা ছেড়েছিলেন

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ মহামারী চলাকালীন সময়ে ১ লক্ষ নার্স তাদের পেশা ছেড়েছিলেন বলে জানা গেছে। মহামারীর ফলে অনেক নার্সদের, বিশেষকরে নতুন নার্সদের জন্য অস্বস্তি সৃষ্টি করেছিল। যার জন্য অনেকেই এই পেশা ছেড়েছিলেন।সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল কাউন্সিল অফ স্টেট বোর্ড অফ নার্সিং-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে জানানো হয় মহামারী চলাকালীন সময়ে প্রায় এক লক্ষ নার্স এ পেশা ছেড়েছেন এবং আরও অনেকেই ছাড়ার কথা বিবেচনা করেন।

প্রতিবেদনে ধারনা করা হয়েছে ২০২৭ সালের মধ্যে নার্সদের প্রায় এক-পঞ্চমাংশ এ পেশা ছেড়ে যাবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৬১ শতাংশ নার্স মহামারী চলাকালীন সময়ে কাজের চাপ বৃদ্ধির জন্য এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। যাদের মধ্যে দশ বছরের কম অভিজ্ঞতা সম্পন্ন নার্সদের সংখ্যা সবচেয়ে বেশি।

তবে নার্সদের এ পেশা ছেড়ে চলে যাওয়া ঠেকাতে এখাতে বিশেষ পরিবর্তন  আনা জরুরি।

প্রতিবেদনে জানানো হয়েছে, অনেক নার্স সপ্তাহান্তে এবং ছুটির দিনে দীর্ঘ শিফটে কাজ করেন। তাছাড়া তাঁদেরকে সংক্রামক রোগে আক্রান্ত রোগীদের সাথে সরাসরি যোগাযোগ করতে হয়। প্রায়শই তাদেরকে সম্ভাব্য বিপজ্জনক ওষুধ এবং অন্যান্য পদার্থের সংস্পর্শে আসতে হয়। এগুলো এ পেশা ছেড়ে দেওয়ার কারনের মধ্যে অন্যতম।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির বেশ কয়েকটি বড় হাসপাতালে হাজার হাজার নার্স আরও ভাল কাজের পরিবেশ এবং বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট করার কয়েক মাস পরে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

Back to top button