কুয়েতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
কুয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের একজন জাবেদ হোসেন (৩৫) এবং অন্যজন মোহাম্মদ সালাউদ্দিন (৩৬) ।
গত মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টায় কুয়েতের জাহারা শিল্প এলাকার সালমি রোডে দুর্ঘটনায় গাড়ির এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই জাবেদসহ গাড়ির দুই যাত্রী নিহত হন। নিহত অপর যাত্রীর পরিচিত পাওয়া যায়নি। জাবেদ কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের পূর্ব ধর্মশুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
এদিকে গত সোমবার রাত ৮টার দিকে কুয়েতের ওয়াফরা এলাকায় ৫০০ নম্বর রোডে সাইকেল চালানোর গাড়িচাপায় নিহত হন সালাউদ্দিন। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার খেওলাকান্দী গ্রামের আব্দুস সালামের পুত্র। সালাউদ্দিন কুয়েতের দেওয়ানি মজলিসে কাজ করতেন।
কুয়েতে প্রবাসী কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃ্ন্দ বলেন।, তাদের মরদেহ দেশে পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।