সাহিত্য

কাফনে পকেট নেই

সফেদ কাফন পরে, কবরে শুতে যাব-
হঠাৎ মনে হলো; কাফনের তো পকেট নেই!

সম্পত্তির এই আকাশ-পাহাড়
কার কাছে গচ্ছিত রাখি

উৎকণ্ঠায় গিরিসম ঢেউ আছড়ে পড়ে মগজে।
জীবন সৈকতে বানানো ম্যুরাল ভাসিয়ে নেয় নিয়তি

Back to top button