ধর্মচিন্তা

ওমরাহ পালনে সীমিত অর্থ নিয়ে যাওয়ার পরামর্শ সৌদি আরবের

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া মুসল্লিরা যেন সঙ্গে সীতিম অর্থ ও দামি জিনিসপত্র না নেন সেই পরামর্শ দিয়েছে আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সম্প্রতি টুইটারে এক বার্তায় এ পরামর্শ তুলে ধরেছে সৌদি মন্ত্রণালয়। ওই বার্তায় আরও বলা হয়, ওমরাহ পালনে সৌদি আরব ভ্রমণের সময় স্বর্ণের মতো জিনিস বা দামি পাথর বা মূল্যবান কোনো ধাতু সঙ্গে না রাখার। সৌদি আরব ভ্রমণের সময় সর্বোচ্চ ৬০ হাজার সৌদি রিয়াল বা ১৬ হাজার ডলার আনার কথা জানানো হয়েছে।

আবা্র ওমরাহ পালনে গিয়ে আর্থিক লেনদেনের জন্য নিজস্ব ব্যাংকের অ্যাপ ব্যবহারের আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ এবং ব্যাংক এ্যাকাউন্ট নম্বর (হিসাবের তথ্য) অন্যদের কাছে প্রকাশ / আলোচনা না করার পরামর্শও দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অচেনা লোকজনের কাছে অর্থ না পাঠানোসহ অজানা নম্বর থেকে পাওয়া মেসেজ এড়িয়ে যেতেও বলা হয়েছে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, কোনো হজযাত্রী হজ পালনের সময় কোন ধরণের প্রতারণার শিকার হলে বা কাউকে প্রতারক মনে হলে তিনি বিষয়টি সরাসরি মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারবেন।

এর আগে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় পবিত্র রমজান মাসে মুসল্লিদের একবারের বেশি ওমরাহ না পালনের আহ্বান জানিয়েছিল শুধুমাত্র রমজান মাসে পবিত্র কাবাসহ ধর্মীয় স্থানগুলোতে ভিড় কমাতে এবং মানুষের চলাচল সহজ করতে।

Back to top button