যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলের এক স্কুলে নারী বন্দুকধারীর হামলায় তিন শিশুসহ ছয় জন নিহত হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
বিবিসি এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ন্যাশভিলের পুলিশ প্রধান জন ড্রেক জানায়, স্থানীয় সময় সকাল ১০টায় খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। তবে তার আগেই তিন শিক্ষার্থী সহ ছয় জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারী। পরে ঐ বন্দুকধারী নারীকে গুলি করে হত্যা করা হয়।
নিহতদের মধ্যে তিনজনই নাশভিলে বেসরকারিভাবে পরিচালিত খ্রিস্টান শিক্ষা প্রতিষ্ঠান কভেন্যান্ট স্কুলের নয় বছর বা তার কম বয়সী শিক্ষার্থী। তাদের নাম ইভলিন ডিকহাউস, হ্যালি স্ক্রাগস এবং উইলিয়াম কিনি।
এছাড়া নিহত প্রাপ্তবয়স্করা হলেন সিনথিয়া পিক, ৬১, ক্যাথরিন কুন্স, ৬০, এবং মাইক হিল, ৬১। তারা সবাই ঐ স্কুলের কর্মচারী।
বন্দুকধারীর ব্যক্তির নাম অড্রে হেল, ২৮।
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত কভেন্যান্ট স্কুলে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। এখানে প্রিস্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করানো হয়।