বিশ্ব সংবাদ

ইকুয়েডরে ভূমিধসে নিহত ১৬

কয়েক মাস ধরে ভারী বৃষ্টিপাতের কারণে ইকুয়েডরের দক্ষিণ অঞ্চলে ভূমিধসে অন্তত ১৬ জন নিহত এবং অনেকেই আহত হয়েছে।

রবিবার (২৬ মার্চ) গভীর রাতে এ ভূমিধসের ঘটনা ঘটে। এঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর মাটির নিচে চাপা পড়ে। ফলে হতাহতের ঘটনা ঘটে।

পেরুর দক্ষিণ-পশ্চিম সীমান্ত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে একজন পেরুর নাগরিকসহ ১৫জন নিহত হওয়ার ঠিক এক সপ্তাহ পরে এই ঘটনা ঘটে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো এক টুইটার বার্তায় বলেন, রাজধানীর প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে চিম্বোরাজো প্রদেশের আলাউসি গ্রামের ক্ষতিগ্রস্ত নাগরিকদের সহায়তার জন্য অগ্নিনির্বাপক কর্মীদের মোতায়েন করা হয়েছে।’

স্থানীয় মিডিয়াতে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় উদ্ধারকারীদের সাথে বেসামরিক লোকরা একত্রে ধ্বংসাবশেষ পরিষ্কার করার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ ইন্দোনেশিয়ায় ১৮৪ জন রোহিঙ্গা শরণার্থী আটক

Back to top button