বিজ্ঞান ও প্রযুক্তিস্বাস্থ্য

আসছে ‘ক্যানসার ও হৃদরোগের টিকা’

‘ক্যানসার ও হৃদরোগের’ টিকা আবিষ্কারের সুখবর দিয়েছেন বিশেষজ্ঞরা। আগামী২০৩০ সালের মধ্যেই এই  টিকা তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল ফার্ম মডার্নার প্রধান নির্বাহী ডা. পল বার্টন। শনিবার (৮ এপ্রিল) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, এ টিকা আবিষ্কারের ফলে লাখ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। ক্যানসার, কার্ডিওভাসকুলার এবং অটোইমিউনের মতো রোগের টিকা ২০৩০ সালের মধ্যেই তৈরি করা সম্ভব হবে।

ডা. পল বার্টন বলেন, করোনার টিকা আবিষ্কার করা প্রতিষ্ঠানটি (মর্ডানা) এখন বিভিন্ন ধরনের টিউমারকে লক্ষ্য করে ক্যানসারের টিকা তৈরি করছে।

এটি বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের টিউমারের বিরুদ্ধে নিজেদের তৈরি ক্যান্সারের ভ্যাকসিন দিতে সক্ষম হব।

মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় মরণব্যাধি ও ক্যান্সার হৃদরোগ। দেশটিতে প্রতি তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয় এসব রোগে।

সূত্র: ডেইলি মেইল, গার্ডিয়ান

Back to top button