পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে অপহৃত হওয়ার প্রায় পাঁচ মাস পর যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা রাজ্যের বংশোদ্ভূত ৮৩ বছর বয়সী এক নান (খ্রীষ্টান সন্নাসিনী)-কে মুক্তি দেওয়া হয়েছে।
মারিয়ানাইটস অব হলি ক্রসের কাছে পাঠানো একটি চিঠিতে জানানো হয় সিস্টার সুয়েলেন টেনিসন মুক্ত করে দেওয়া হয়েছে।
আর্চবিশপ গ্রেগরি আয়মন্ড ফেসবুক পোস্টে বলেন, ‘সুয়েলেনের মুক্তি পাওয়ার জন্য আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।’
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিস্টার সুয়েলেন টেনিসনকে গত ৪ এপ্রিল মধ্যরাতে অপহরণ করা হয়েছিল।
মুক্তির পর তিনি নিরাপদে আছেন বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, তিনি ২০০৪ সাল থেকে বুরকিনা ফাসোতে কাজ করেছিলেন। তবে দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতা এবং জিহাদি হামলার মাঝে তার এ অপহরণের ঘটনা ঘটে।
মন্তব্য করুন