মিশিগানের সেন্ট ক্লেয়ার নদী থেকে একটি লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। লাশটি রবার্ট রানুশ জুনিয়র নামের ৫৯ বছর বয়সী একজন জিপ চালকের।
রবিবার (১২ জুন) স্থানীয় সময় রাত ৭টা ২২ মিনিটে ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পৌঁছে পুলিশ। পুলিশকে জানানো হয়, একজন লোক সাদা জিপ চালিয়ে নদীতে গিয়ে পড়ে গেছে। ঘটনাটি ঘটে সেন্ট ক্লেয়ার নদীর রিভারসাইডে ভয়েজার রেস্তোরাঁর কাছে।
সেন্ট ক্লেয়ার প্রশাসনের ডুবুরি দল, মেরিন বিভাগের প্যাট্রোল বোট, সিটি ফায়ার এবং পুলিশ কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করে। রাত ৮ টা ৫ মিনিটে ডুবুরি দল জিপ চালকের লাশ উদ্ধার করে।
সেন্ট ক্লেয়ার পুলিশ প্রধান টিমোথি রাকার বলেন, ওই ব্যক্তিকে পূর্ব চীনের মিশিগানের অ্যাসেনশন রিভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাকার আরও বলেন, মানসিকভাবে বিপর্যস্থ হয়ে গাড়িয়ে চালিয়ে নদীতে ঝাপ দিল নাকি অন্য কোনো কারণ আছে তা স্পষ্ট নয়। তদন্ত চলছে। এখনি সবকিছু বিস্তারিত বলা যাচ্ছে না।
সূত্র : দ্য ডেট্রয়েট নিউজ
মন্তব্য করুন