আগাম ভোটিং এমন একটি পদ্ধতি যা আপনাকে নির্বাচনের নির্দিষ্ট দিনের আগে ভোট দেওয়ার সুযোগ দেয়। মিশিগান ও নিউ ইয়র্কসহ অনেক রাজ্যে আগাম ভোটিংয়ের সুবিধা রয়েছে। মিশিগানে [Michigan Voter Information Center](https://mvic.sos.state.mi.us/) এবং নিউ ইয়র্কে [New York State Board of Elections](https://www.elections.ny.gov/) থেকে আগাম ভোটের সময়সূচি জানা যায়।
Vote.org থেকে অন্যান্য রাজ্যের আগাম ভোটের সময় সম্পর্কেও বিস্তারিত জানতে পারেন। আগাম ভোটের মাধ্যমে নির্বাচনকেন্দ্রের ভিড় এড়িয়ে সময়মতো এবং সঠিকভাবে ভোট দিতে পারবেন, যা আপনাকে সহজে নির্বাচনে অংশগ্রহণ করতে সহায়ক করে।
মন্তব্য করুন