যুক্তরাষ্ট্রের মিশিগানে হ্যমট্রামিক ও ডেট্রয়েটের বর্ডারে মেকনিকাল ও কোনান্ট স্ট্রিটের সংযোগস্থলে গতকাল বৃহস্পতিবার একটি উচ্চ-গতির পুলিশের গাড়ীর ধাওয়ার পর মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে, যাতে একজন বাংলাদেশি নিহত এবং কয়েকজন আহত হন। দুর্ঘটনাটি হ্যমট্রামিক পুলিশের ধাওয়া করার সময় ঘটে।
নিহত ব্যক্তির নাম মাহিদুল ইসলাম সুজন, যিনি আমাজনে কর্মরত ছিলেন এবং পূর্বে পূবালী ব্যাংক লিমিটেড চাকরি করতেন। তার বাড়ি বাংলাদেশে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে। জনাব সুজন ছাতক এসোসিয়েশনের উপদেষ্টা জনাব আব্দুল মতিন সাব্বিরের জামাতা।
হ্যমট্রামিক পুলিশ প্রধান জামিল আলতাহেরি জানিয়েছেন, ঘটনাটি শুরু হয়েছিল একটি ট্রাফিক স্টপের মাধ্যমে। সাদা এসইউভিতে থাকা দুই মহিলা পুলিশ সদস্যদের সাথে হাতাহাতি ও মারধর করেন এবং দ্রুত পালিয়ে যান। পুলিশ তাদের ধাওয়া করে তিন থেকে চার ব্লকের মধ্যেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লালবাতি অমান্য করে একাধিক গাড়ির সাথে ধাক্কা খায়।
ডেট্রয়েট পুলিশ বিভাগ এবং মিশিগান স্টেট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার পর পুলিশ অফিসার ও অন্যান্য আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কমিউনিটি কর্মীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, “ঘনবসতিপূর্ণ এলাকায় উচ্চ-গতির পুলিশ ধাওয়া ঝুঁকিপূর্ণ এবং দ্রুত অ্যাম্বুলেন্স না আসার বিষয়টি উদ্বেগজনক।
দুর্ঘটনার কারণ এবং আসামিদের বিচার প্রক্রিয়া এখনও তদন্তাধীন। তার মৃত্যুর খবরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।
মন্তব্য করুন