যুক্তরাষ্ট্র সংবাদ

হামাসের তহবিল সংগ্রহ রুখতে উপসাগরীয় দেশগুলির সাহায্য চাইল যুক্তরাষ্ট্র

হামাসের জন্য বাইরে থেকে আসা তহবিলের যোগসূত্র বিচ্ছিন্ন করার বিষয়ে উদ্যোগ বাড়াতে চলতি সপ্তাহে টেররিস্ট ফাইনান্সিং টার্গেটিং সেন্টারের (টিএফটিসি) এক জরুরি অধিবেশনে যুক্তরাষ্ট্র তার মধ্যপ্রাচ্যের মিত্রদের আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত,৭ অক্টোবরে ইসরাইলেরবেসামরিক নাগরিকদের উপর ব্যাপক হামলা চালিয়েছে এই হামাস গোষ্ঠীই।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

হামাসের কাছে অর্থের জোগান বন্ধ করতে টিএফটিসির সদস্য দেশগুলিকে তাদের প্রভাব কাজে লাগাতে বলেছে যুক্তরাষ্ট্রের রাজস্ব দফতর। গাজা ভূ-খণ্ড নিয়ন্ত্রণ করে হামাস। গাজায় প্রায় ২৩ লক্ষ ফিলিস্তিনির বাস। দুই সপ্তাহের বেশি সময় ধরে এই ফিলিস্তিনিরা ইসরাইলের অব্যাহত গোলাবর্ষণের মধ্যে দিন কাটাচ্ছে।

সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা সংক্রান্ত ট্রেজারির আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন এই গোষ্ঠীর কাছে মঙ্গলবার প্রকাশিত পূর্বে প্রস্তুত এক বিবৃতিতে বলেন, “আমাদের দৃষ্টিকোণ থেকে হামাস ও তার সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকা কার্যত ফিলিস্তিনের মানুষের প্রতি দায়িত্ব পালন না করা।”

তাঁর কথায়,“আর্থিক অবস্থান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে, নিজেদের সন্ত্রাসবাদী অভিযানকে সাহায্য করতে মানবিক ত্রাণ-সহায়তাকে ভিন্নভাবে ব্যবহার করেছে হামাস এবং এইভাবে গাজা ভূ-খণ্ডে কয়েক দশক ধরে অর্থনৈতিক সংকটকে বাড়িয়ে তুলেছে তারা। আমাদের প্রকাশ্যে এই ক্রিয়াকলাপের নিন্দা করতে হবে।”

টিএফটিসি-তে রয়েছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

তাঁর বক্তব্যে নেলসন বলেন, “আমরা এমন একটা বিশ্বকে মেনে নিতে পারি না যেখানে আর্থিক ব্যবস্থার অপব্যবহার করে নিজেদের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালিয়ে যেতে হামাস ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলির তহবিল-সংগ্রহকারীরা বাস করে এবং বিনা শাস্তিতে নিজেদের ক্রিয়াকলাপ চালিয়ে যায়। যুক্তরাষ্ট্র এ রকম বিশ্ব মেনে নেবে না।”

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Back to top button