অভিবাসনবিশ্ব সংবাদ

জাহাজডুবি: ১২৫ সিরিয়ান অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

অন্তত ১২৫ সিরিয়ান অভিবাসীদের বহনকারী জাহাজ চলতি সপ্তাহে ভূমধ্যসাগর দিয়ে গ্রীসে যাওয়ার সময় ডুবে গেছে।

অভিবাসীদের স্বজন ও উদ্ধারকারী কর্মীরা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপি’র‌।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় জীবনযাপন কঠিন হয়ে পড়ায় উন্নত জীবনের লক্ষ্যে ইউরোপে যাত্রা করছেন এসব অভিবাসীরা।

উল্লেখ্য, গত সপ্তাহে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে একটি মরিচা ধরা ট্রলার গ্রিসের কাছে ডুবে যায়। এ ঘটনায় ইতালিতে অন্তত ৭৮ জন নিহত এবং ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে।

এদিকে ডুবে যাওয়া জাহাজটিতে থাকা ২২ বছর বয়সী এক ব্যক্তির ভাই এএফপিকে জানিয়েছেন অন্তত ৩৫ জন যাত্রী উত্তর সিরিয়ার কুর্দি অধ্যুষিত কোবানে অঞ্চলের বাসিন্দা।

জাহাজডুবির পর বেঁচে যাওয়া পাঁচজনের মধ্যে তার ভাই ছিলেন তিনি বলেন, অন্তত চার ঘণ্টা ধরে পানিতে আটকে ছিলেন।

‘আমার ভাই আমাকে বলেছিলেন যে জাহাজটিতে খুব ভিড় ছিল। জাহাজডুবির ছয়জন ক্রু সদস্য যাত্রীদের ছেড়ে দিয়ে বোটে করে পালিয়ে যায়,’ লোকটি জানান। তিনি নিরাপত্তার কারণে নাম প্রকাশ করতে চাননি।

ভূমধ্যসাগর নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Back to top button