বিশ্ব সংবাদ

চীন এবং রাশিয়ার সঙ্গে ইরানের যৌথ মহড়া

নিজেদের মধ্যে লেনদেন এবং সহযোগিতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবে চীন এবং রাশিয়ার সঙ্গে ইরানের নৌবাহিনী ওমান সাগরে বুধবার থেকে যৌথ নৌমহড়া শুরু করেছে। ১৫ মার্চ থেকে এ মহড়া শুরু হয়েছে এবং ১৯ মার্চ পর্যন্ত তা চলবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবর ইরনার।

বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়ার মধ্য দিয়ে তিন দেশের পারস্পরিক সহযোগিতা অনেক বেশি গভীর হবে। মহড়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা এবং ইরানের নৌবাহিনীর মেরিন ইউনিট অংশ নিচ্ছে। এছাড়া চীন এবং রাশিয়ার নৌবহর যোগ দিয়েছে এই মহড়ায়।

সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং রাশিয়ার সঙ্গে মিলে ইরানের নৌবাহিনী বেশ কয়েকটি যৌথ মহড়া চালিয়েছে।

এসব মহড়ায় জলদস্যু মোকাবেলা, সমুদ্রে সন্ত্রাসবাদ দমন, নৌবাহিনীর উদ্ধার তৎপরতা সম্পর্কে তথ্য বিনিময় এবং ত্রাণ তৎপরতাসহ আরো বিভিন্ন কর্মসূচি অনুশীলন করা হয়।

Back to top button