আজ ৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে হ্যামট্রামিক সিটির চূড়ান্ত নির্বাচন। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে রাত ৮টা পর্যন্ত। শহরের ভোটকেন্দ্রগুলোতে ইতিমধ্যেই নির্বাচনী আমেজ বিরাজ করছে। নাগরিকরা প্রত্যাশা করছেন একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মুহিত মাহমুদ এবং ইয়েমেনি বংশোদ্ভূত অ্যাডাম আল হারবি। কাউন্সিলম্যান পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী আবু মুসা ও নাঈম চৌধুরী। প্রাইমারি নির্বাচনে এই তিন বাংলাদেশি প্রার্থীই জয়লাভ করেছিলেন, যা তাদের জনপ্রিয়তা ও সম্প্রদায়ের মধ্যে গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে।
হ্যামট্রামিকের নাগরিকরা মনে করছেন, আজকের নির্বাচন শুধু মেয়র বা কাউন্সিলম্যান নির্বাচন নয়; এটি শহরের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। স্থানীয় কমিউনিটি নেতারা জানান, এই ভোট শহরকে ঐক্যবদ্ধ করবে এবং এমন নেতৃত্ব নির্বাচন করবে যারা পুরো হ্যামট্রামিক কমিউনিটিকে প্রতিনিধিত্ব করবে।
নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া প্রার্থীরা ভোটারদের আহ্বান জানিয়েছেন নাগরিক দায়িত্ব পালনে সক্রিয় হতে এবং নির্ধারিত সময়ে ভোট প্রদান করতে। আজকের এই নির্বাচনকে ঘিরে হ্যামট্রামিক জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশি কমিউনিটির অনেকেই আশা করছেন, তাদের প্রার্থীরা জয়লাভ করলে এটি হ্যামট্রামিকের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায় সূচনা করবে।
হ্যামট্রামিকের এই নির্বাচন স্থানীয় রাজনীতিতে শুধু নেতৃত্ব নয়, বরং বহুসাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবেও গুরুত্ব বহন করছে
মন্তব্য করুন